জেদ্দা কনস্যুলেটে জুলাই দিবস উদযাপন


আমাদের যশোর প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৫, ৪:১৮ পূর্বাহ্ণ / 7
জেদ্দা কনস্যুলেটে জুলাই দিবস উদযাপন

আমাদের যশোর ডেস্ক:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল। দিবসটি উপলক্ষে কনস্যুলেট ভবনে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কনসোলেট মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মসজিদে আয়োজিত দোয়া ও বিশেষ মোনাজাতে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়।

বিশেষ করে জুলাই আন্দোলনের এই দিনে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ এর আত্মা ও অন্যান্য আত্মত্যাগকারী মহান শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সেই সাথে জুলাইয়ের চেতনাকে ধারণ করে যেন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে সেজন্য বাংলাদেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে নিজের অবদার রাখতে পারে সেজন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরসহ কনসুলেটর কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।