
যশোরের মণিরামপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে কেশবপুর আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও মনিরামপুর থানা পুলিশ উপজেলার ঝাঁপা বাজারে এ অভিযান চালায়।
জানা যায়, অভিযানে ঝাঁপা গ্রামের নুরুল ইসলাম মোল্যার কন্যা নার্গিস বেগম-কে আটক করা হয়। তার স্বামী সাইদুর রহমান প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এসময় তল্লাশিকালে তাদের দোকান ও বসতবাড়ি থেকে ৪৬৭ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা (প্রায় ৫৮ পুটলি), মাদক বিক্রির নগদ ৬ হাজার ৫৪০ টাকা, একটি মোবাইল ফোন ও তিনটি জাতীয় পরিচয়পত্র (একটি আসল ও দুটি ফটোকপি) উদ্ধার করা হয়। আটক আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে।
মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক নারীকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :