শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা, পুলিশের বাধা
আমাদের যশোর
প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ /
1
সরকারের ঘোষণা অনুযায়ী অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। তবে গন্তব্যে পৌঁছার আগেই পুলিশ এটি আটকে দিয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষকরা পদযাত্রা শুরু করেন। পরে পুলিশ তাদেরকে কদম ফোয়ারা এবং প্রেসক্লাবের মাঝামাঝি স্থানে আটকে দেয়। এরপর শিক্ষকরা রাস্তায় বসে পড়েন। এতে রাস্তায় তীব্র যানজট দেখা দেয়।শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা রাজপথ ছেড়ে যাবে না। পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও শিক্ষকরা রাস্তা ছাড়েননি। তাদেরকে রাস্তায় জোহরের নামাজ আদায় করতে দেখা যায়।স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানসহ ১৫ সদস্য বিশিষ্ট একদল প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে গেছেন।
শিক্ষকদের দাবিগুলো হলো—১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে;২. শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইলসমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে;
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ করতে হবে;
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে; এবং
৫. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
আপনার মতামত লিখুন :