
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো হলো।”
দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে দায়িত্ব পালন করে আসছেন হুমায়ুন কবির। তিনি দলের নীতিনির্ধারণী পরামর্শ ও আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতায় সক্রিয় ভূমিকা রাখছেন।
দলীয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক যোগাযোগ এবং নীতিনির্ধারণী বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও যোগ্যতাকে বিবেচনা করেই এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি মনে করছে, হুমায়ুন কবিরের নেতৃত্বে দলের আন্তর্জাতিক যোগাযোগ ও বিদেশি রাজনৈতিক অঙ্গনে অবস্থান আরও শক্তিশালী হবে।
দলটির এক সিনিয়র নেতা জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিএনপির কূটনৈতিক তৎপরতা বাড়াতে এবং বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতেই এই পদ পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :