
নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর : যশোরের মনিরামপুরে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রকল্প পরিচিত নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার- মাইক্রো ওয়াটারশেড গভর্ণনেন্স কৃষিবিদ ডক্টর এসএম ফেরদৌস।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিশাত তামান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মাকসুদুর রহমান, উপজেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী ফয়সাল আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফুল আলম,।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যশোরের সহকারী প্রকৌশলী ফাইয়াজ ফুয়াদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, সহকারী কৃষি অফিসার শারমিন শাহানাজ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া যশোরের ম্যানেজার ড. নাজমুন নাহার।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কৃষি ও মৎস্য চাষের জন্য উপজেলাকে বিভিন্ন যোনে বিভক্ত করা অর্থাৎ যেখানে মাছ চাষের সুযোগ আছে সেখানে মাছ চাষ এবং যেখানে কৃষির সুযোগ আছে সেখানে কৃষি। পরিকল্পিত ভাবে ঘের করা হলে জলাবদ্ধতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
বক্তারা বলেন, খাল পুনঃখননের গুরুত্ব আরোপ করে আরও বেশি সংখ্যক খাল পুনঃখননের প্রস্তাব করা হয়। একই সাথে পুনঃখনন কৃত খাল রক্ষাণাবেক্ষন বিষয়টি আলোচনা করা হয়।
সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের চলমান কার্যক্রম ও পরিকল্পনা পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন- সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।
পুনঃখননকৃত মাইক্রো ওয়াটারশেড ব্যবস্থাপনা ও টেকসই করার জন্য উপজেলা পরিষদের প্রশাসকদের পক্ষে এসিল্যান্ড মাকদুসুর রহমান -পাটা অপসারণ, কচুরিপানা পরিস্কার করার জন্য প্রস্তাব করেন।
মাইক্রো ওয়াটারশেডগুলোর পক্ষে বক্তব্য দেন, নাজমুল হক, রমেন্দ্রনাথ বালা, আনিসুর রহমান, সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন এর ওয়াটার ক্লাস্টার অফিসার সুকুমার বিশ্বাস, জসিম উদ্দিন ও কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটর তপন কুমার সরকার, মাসুদুর রহমান, ফাগুনী হালদার ও প্রিয়াংকা রানী বসাক প্রমুখ।
আপনার মতামত লিখুন :