
ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫-এর ৩০ জন মনোনীত ফুটবলারের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। বৃহস্পতিবার প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেতে আয়োজিত অনুষ্ঠানে পুরুষ ও নারীদের সেরা খেলোয়াড়, কোচ এবং ক্লাবকে সম্মান জানাতে বিভিন্ন ক্যাটাগরির মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
এই বছর থেকে ব্যালন ডি’অর মৌসুমভিত্তিক পারফরম্যান্সের ওপর নির্ভর করে প্রদান করা হবে। অর্থাৎ, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ হবে। উল্লেখযোগ্যভাবে, এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বে আধিপত্য দেখানো দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো সংক্ষিপ্ত তালিকায় নেই। আগামী ২২ সেপ্টেম্বর ৩০ জনের এই তালিকা থেকে বর্ষসেরা ফুটবলার ঘোষণা করা হবে।
আপনার মতামত লিখুন :