বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত


আমাদের যশোর প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৫, ২:১৯ অপরাহ্ণ / 5
বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বাবা মো. মকবুল হোসেনের মৃত্যুর খবর অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২: ৩০ মিনিটে শেষনি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মো. মকবুল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিষ্টি জান্নাত। বুধবার ভোর ৪টায় দেওয়া এক ফেসবুক পোস্টে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘‘আমার বাবা আর নেই।’’

তার এই সংক্ষিপ্ত বার্তাটি প্রকাশের পর থেকেই শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা শোক ও সমবেদনা জানাতে শুরু করেছেন। মিষ্টি জান্নাতের পরিবারের প্রতি নেমে এসেছে গভীর শোক।