
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় স্টোকে আক্রান্ত হয়ে মারা যান যশোরের ছেলে সুজিত বিশ্বাস (২৭)। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাজ শেষে ফেরার পথে রাস্তায় স্ট্রোকে আক্রান্ত হন তিনি মারা যান। সুজিত বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের নাপিত শিবু বিশ্বাসের ছেলে।
মৃত্যুর সাত দিন পর মালয়েশিয়া থেকে দেশে আনা হয়েছে সুজিতের মরদেহ। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে ওই রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবারের জন্য ৩৫ হাজার টাকার একটি আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। রোববার সকালে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ শংকরপুর গ্রামে।
আপনার মতামত লিখুন :