রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিলেন ফারিয়া


আমাদের যশোর প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ / 4
রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিলেন ফারিয়া

অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। বাংলাদেশের তারকাদের, বিশেষ করে নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রলের শিকার হতে হয়। অন্য দশজন তারকার মতো শবনম ফারিয়া সব মুখ বুজে সহ্য করেন না। নেটিজেনদের সমালোচনার জবাব দিতেও দ্বিধা করেন না তিনি। শুধু ব্যক্তিজীবন নয়, রাজনীতি নিয়েও কথা বলেন শবনম ফারিয়া। সরকারের কাজ পছন্দ হলে প্রশংসা করেন, আবার পছন্দ না হলে সমালোচনা করেন। সেজন্য অনেকেই তার রাজনৈতিক অবস্থান জানতে আগ্রহী।

রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে পরিষ্কার বার্তা দিয়ে  আজ (৬ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,  ‘‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে, তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই। আমার পেজ পাবলিক, সেখানে যেমন কালা মাগুর কমেন্ট করতে পারে, তেমনি নীল তিমি, কাউয়া কিংবা টিয়াও পারে! তাতে আমার রাজনৈতিক আদর্শ প্রতিফলিত হয় না।’’

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘‘আমি কোনো রাজনৈতিক চরিত্র নই। বরং বলতে পারেন ভবিষ্যতে নিজেকে একজন সোশ্যাল অ্যাকটিভিস্ট হিসেবে গড়ে তুলতে চাই। আমি শিল্পী, সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই। রাজনীতি আমার ‘মঞ্চ’ না। ভালোকে ভালো, খারাপকে খারাপ, চোরকে চোর, আর চাঁদাবাজকে চাঁদাবাজ বলাই আমার নীতিতে পড়ে।’’