যশোরে কসাইকে গলাকেটে হত্যা


আমাদের যশোর প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ / 6
যশোরে কসাইকে গলাকেটে হত্যা

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪৮) নামে এক কসাইকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে পরিবারের লোকেরা বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহত মিজানুর রহমান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, রাত আড়াইটার দিকে মিজানুর রহমান একটি মোবাইল ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হন। তিনি স্ত্রীকে জানান, গরু জবাই করতে ডাকা হয়েছে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোরে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় পান। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং একটি ধারালো চাকু জব্দ করেছে। তবে হত্যার প্রকৃত কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে।