মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত


আমাদের যশোর প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ / 8
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় যশোরের যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তিন শ্রমিক। নিহত দুজনের বাড়ি যশোর ও একজনের বাড়ি সাতক্ষীরায়। শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে দেশটির একটি অভ্যন্তরীণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদের একজন যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের মানিক আলী গ্রামের আসানুর রহমানের ছেলে জাহিদ হাসান (২৫)। নিহত অপর দুজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া ও যশোরের মনিরামপুর উপজেলায়।

নিহতদের সহকর্মীরা জানান, কাজ শেষে পাঁচজন একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে হঠাৎ গাড়ির চাকা বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান এবং বাকি দুজন গুরুতর আহত হন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, জাহিদ হাসান সম্প্রতি মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। প্রথমে যে কোম্পানির মাধ্যমে তিনি সেখানে যান সেখানে দুই-তিন মাস কাজ করার পর হঠাৎ তাকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখান থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, ‘প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করা হবে।’