অনুপ বলেন, ‘বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা ভাঙ্গারির দোকান থেকে সিলিন্ডার জব্দ করে। ভাঙ্গারির দোকানির দেওয়া তথ্যমতে চোর শনাক্ত হয়।

যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত একটি কোয়ার্টারের জানালার গ্রিল ভেঙে রোগীদের জন্য রক্ষিত তিনটি অক্সিজেন সিলিন্ডার ও দুটি মাদুর (ম্যাটস) চুরি হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে থানা-পুলিশকে জানায়। এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন হাসপাতালের স্টোরকিপার সাইফুল ইসলাম। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।
আটকরা হলেন- মনিরামপুর পৌরসসভার বিজয়রামপুর গ্রামের রিয়াজ হোসেন (২৩), উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের শরিফুল ইসলাম (৫০) ও জয়নগর গ্রামের মহাসিন আলম (৪২)। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অনুপ বলেন, ‘বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা ভাঙ্গারির দোকান থেকে সিলিন্ডার জব্দ করে। ভাঙ্গারির দোকানির দেওয়া তথ্যমতে চোর শনাক্ত হয়।
আপনার মতামত লিখুন :