বেনাপোল সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় হোমিও ওষুধ জব্দ


আমাদের যশোর প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৩:০৬ অপরাহ্ণ / 2
বেনাপোল সীমান্তে ৮ লাখ টাকার ভারতীয় হোমিও ওষুধ জব্দ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ জব্দ করেছে। শনিবার (১ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ উদ্ধার করা হলেও কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

বেনাপোল সীমান্ত বাংলাদেশের প্রধান স্থলবন্দর হিসেবে চোরাচালান ও অবৈধ আমদানি-রফতানির প্রধান কেন্দ্র। বিশেষ করে ভারত থেকে অবৈধ হোমিওপ্যাথিক ওষুধ, দারুচিনি, গরুর চামড়া, তামাকজাত পণ্য এবং অন্যান্য ব্যয়বহুল পণ্য সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করা হয়।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে নিয়মিত অভিযান এবং চোরাকারবারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কারণে বিপুল পরিমাণ অবৈধ পণ্য দেশের বাজারে প্রবেশ করতে পারেনি। এই ধরনের অভিযান মূলত জনস্বাস্থ্য এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

বেনাপোল এলাকায় এই ধরনের অভিযান স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। স্থানীয়রা জানান, চোরাচালান কমানোর ফলে বাজারে নিয়মিত ওষুধের দাম স্থিতিশীল থাকবে।

লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিজিবি সীমান্ত নিরাপত্তা জোরদার করতে সর্বদা প্রস্তুত।