
যশোরের বেনাপোল পোর্ট থানায় বিশেষ অভিযানে ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামি রয়েছেন। সোমবার (১১ আগস্ট) ভোর থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মাসুম (৪০), মোমিনুর (২১), সোয়েব আক্তার (২৮), মিয়ারাজ হোসেন (৩০), নজরুল, মাসুম শেখ (৩০), বাবু (৩০) ও আবু সাঈদ ব্যাপারী (২৬)। নিয়মিত মামলার আসামিরা হলেন রনি হোসেন (২৫), ইসমাইল হোসেন (২৬) ও তহিদুল ইসলাম (২৪)। গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশনায় ও বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়ার দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :