
বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মুকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাতে পোর্ট থানার বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী।
পুলিশ জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মুকুল হোসেন গ্রামে আলোচনা সভার আয়োজন করেন। এ উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনও ছিল। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
ওসি রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বৈঠক করছে। এমন সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা মুকুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :