বিয়ের আগেই বিচ্ছেদ চুক্তি!


আমাদের যশোর প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ / 4
বিয়ের আগেই বিচ্ছেদ চুক্তি!

অবশেষে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি ডায়মন্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। আর সেই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন জর্জিনা।

তবে বিয়ের আগে আলোচনায় এসেছে তাদের গোপন একটি চুক্তি। যা আসলে বিচ্ছেদের শর্তাবলি নির্ধারণ করে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া জানিয়েছে, রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর ধরে একসঙ্গে আছেন এবং চার সন্তানের অভিভাবক। জর্জিনা প্রথমবার রোনালদোর সন্তানের মা হওয়ার সময়ই এই শর্তে দু’জন স্বাক্ষর করেছিলেন। চুক্তি অনুযায়ী, যদি ভবিষ্যতে তাদের বিচ্ছেদ ঘটে, তবে আমৃত্যু জর্জিনার জন্য ভরণপোষণ দেবেন রোনালদো। মাসে প্রায় ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার) পাবেন তিনি। এছাড়া রোনালদোর মাদ্রিদের লা ফিনকায় অবস্থিত বিলাসবহুল বাড়িটিও জর্জিনার থাকার জন্য নির্ধারিত থাকবে। এ শর্তের উদ্দেশ্য-যাতে বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালনে কোনো সমস্যা না হয়।

রোনালদোর মেয়ে আলানা মার্টিনার জন্মের পর থেকেই এই চুক্তি কার্যকর হয়েছে বলে জানায় টিভি গুইয়া। ম্যাগাজিনটির দাবি, বিচ্ছেদ হলে জর্জিনা রোনালদোর বিপুল সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের দাবিদার হবেন। বর্তমানে রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ১৫৬ কোটি)। ফলে বিয়ের পর কোনো কারণে সম্পর্কের ইতি ঘটলে আর্থিকভাবে জর্জিনার প্রাপ্তি হবে বিশাল অঙ্কের।