
ফেসবুকের শুরুর দিকে অন্যতম জনপ্রিয় ফিচার ‘পোক’ আবারও ফিরিয়ে আনছে মেটা। ২১ বছর পুরোনো এই ফিচার নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে। ব্যবহারকারীদের প্রোফাইলে এখন থেকে ‘পোক’ বাটন আরও সহজে খুঁজে পাওয়া যাবে।
এখন থেকে প্রায় দুই দশক আগে যখন ফেসবুকে লাইক, কমেন্ট বা শেয়ারের এত ছড়াছড়ি ছিল না, তখন বন্ধুদের দৃষ্টি আকর্ষণের অন্যতম মাধ্যম ছিল এই ‘পোক’ ফিচার। এর নির্দিষ্ট কোনো অর্থ না থাকলেও ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে খুনসুটি বা ফ্লার্ট করার মাধ্যম হিসেবে এটি ব্যবহার করতেন। বছরের পর বছর ধরে ফিচারটি টিকে থাকলেও ধীরে ধীরে এর গুরুত্ব কমে গেছে।
মেটা জানিয়েছে, এখন থেকে ‘পোক’ করা আরও সহজ হবে। ব্যবহারকারীর প্রোফাইলে ‘পোক’ বাটন আবার যুক্ত করা হচ্ছে। এ ছাড়া ‘https://facebook.com/pokes’ নামে একটি আলাদা পেজও তৈরি করা হয়েছে, যেখানে বন্ধুদের সঙ্গে সব ‘পোক’-এর হিসাব রাখা যাবে। এমনকি স্ন্যাপচ্যাটের ‘স্ট্রিক’-এর মতো একটি ফিচারও যুক্ত হচ্ছে, যেখানে টানা ‘পোক’ বিনিময়ের ওপর ভিত্তি করে বিভিন্ন ইমোজি দেখা যাবে।
মেটা বেশ কিছুদিন ধরে তরুণ ব্যবহারকারীদের ফেসবুকমুখী করতে চাচ্ছে। স্ন্যাপচ্যাট ‘স্ট্রিক’-এর মতো ফিচার যুক্ত করে সেই তরুণদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে প্রতিষ্ঠানটি।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গও সম্প্রতি বলেছেন, তিনি ফেসবুকের পুরোনো ‘ওজি (OG)’ ফিচারগুলো ফিরিয়ে আনতে চান। ‘পোক’-এর চেয়ে পুরোনো আর কোনো ফিচার হয়তো ফেসবুকে নেই।
আপনার মতামত লিখুন :