
অপ্রচলিত সব পোশাক পরে বেশির ভাগ সময় তুমুল আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাবেদ। সম্প্রতি আলোচনায় এসেছেন ঠোঁট ফিলার করে। ফিলার করার ফলে ঠোঁট ফুলে একেবারে চেহারা পরিবর্তন এসেছে তার। এই নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়। তার মধ্যেই ফিলার অপসারণ করেছেন উরফি।
উরফি জাবেদের ব্যক্তিগত জীবনেও নাকি ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি প্রেমে পড়েছেন। দিল্লির এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে তার। নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকলেও বিপরীত চরিত্রের এক প্রেমিক এসেছে উরফির জীবনে। উরফির থেকে উচ্চতায় অনেকটা লম্বা। প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। প্রতি সপ্তাহেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান উরফি।
অভিনেত্রী বলেন, ‘‘আমাদের দেখা হয়ে গেছে, হয়তো দেখা হওয়ারই ছিল। ওর সঙ্গে যখন দেখা হলো তখন ওর বিয়ের পাত্রী ঠিক করা ছিল। কিন্তু ও সেই বিয়ে ভেঙে দিয়েছে। আমরা প্রেমে রয়েছি।’’ প্রেমের কথা জানালেও প্রেমিকের সঙ্গে কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেননি উরফি। তিনি প্রচার ভালবাসলেও তার প্রেমিক নাকি প্রচারবিমুখ মানুষ। দুইজনে একসঙ্গে রাস্তায় বের হতে চান না। উরফি এ-ও জানান, সমাজমাধ্যমে কোথাও তার প্রেমিককে খুঁজে পর্যন্ত পাওয়া যাবে না।
আপনার মতামত লিখুন :