নতুন ইতিহাস গড়ল সোনার দাম


আমাদের যশোর প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ / 1
নতুন ইতিহাস গড়ল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। রোববার (১৯অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সোমবার (২০ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

শিল্পসংশ্লিষ্টরা বলছেন, দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই চোরাকারবারের মাধ্যমে মেটানো হয়। যার ফলে সরকার বড় আকারে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৭০ টাকা ছিল।  ১০ বছরের মধ্যে তা বেড়ে ভরিতে ৩ হাজার ৭৫০ হয়। ২০০০ সাল নাগাদ তা বেড়ে ৬ হাজার ৯০০ ও ২০১০ নাগাদ ৪২ হাজার ১৬৫ টাকা হয়ে যায়। ২০১৮ সালের জানুয়ারিতে স্বর্ণের দাম ভরিতে ৫০ হাজার পার হয়। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাই মাসে তা ১ লাখ ছাড়ায়। ২০২৫ এর ফেব্রুয়ারিতে দেড় লাখ আর পরবর্তীতে ২ লাখ ছাড়িয়ে যায় এই মূল্যবান ধাতুর দাম।