
একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস পেলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করে।
রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছিল চলতি বছরের ১৭ জুলাই থেকে। টানা কয়েক দফায় শুনানি শেষে ২১ আগস্ট আপিল বিভাগ রায়ের জন্য ৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছিল।
এর আগে, এ বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট মামলার সব আসামিকে খালাস দেন। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের রায় বাতিল করে। হাইকোর্টের রায়ে বলা হয়, মামলাটির বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং যে অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক, আব্দুল জব্বার ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। অপরদিকে আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরসহ বিএনপির শীর্ষস্থানীয় আইনজীবীরা।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন শতাধিক নেতা-কর্মী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিম্ন আদালত আসামিদের শাস্তি ঘোষণা করলেও হাইকোর্টে এসে তারা খালাস পান, যা সর্বশেষ আপিল বিভাগও বহাল রাখল।
আপনার মতামত লিখুন :