জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই


আমাদের যশোর প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ / 4
জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে আর নেই

ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। ররিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়ে উঠতে পারেননি। রবিবার (৩১ আগস্ট) সকালে দীর্ঘ দিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।

১৯৮৭ সালের ২৩ এপ্রিল মহারাষ্ট্রের থানে জন্মগ্রহণ করেন প্রিয়া। মুম্বাইয়ে বেড়ে ওঠা প্রিয়া ২০০৬ সালে মারাঠি ইন্ডাস্ট্রি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।