
যশোর জেলার আঞ্চলিক পত্রিকা জগতের এক পরিচিত মুখ গ্রাফিক্স ডিজাইনার আবু সাইদ সাগর আর নেই। সোমবার (৪ আগস্ট) রাত আনুমানিক ১০:৪৫ মিনিটে ঢাকার নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরে সংবাদপত্রের কম্পিউটার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন সাগর। সর্বশেষ তিনি ‘দৈনিক কল্যাণ’ এবং ‘বাংলার ভোর’ পত্রিকায় কর্মরত ছিলেন। এরআগে এক সময় গ্রামের কাগজসহ কয়েকটি পত্রিকায় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।
গত ২৯ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাগর। তাৎক্ষণিক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয় সাগরকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আবু সাঈদ সাগরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গণমাধ্যম কর্মীরা।
আপনার মতামত লিখুন :